বন্যার্তদের মাঝে ছাত্রদলের জরুরী ঔষধ ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে বন্যাকবলিত এলাকায় বানভাসি মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সোমবা (২৬আগস্ট) কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বক্স গঞ্জ ইউনিয়ন, সাতবাড়িয়া, অষ্টগ্রাম, সিজিয়ারা ও পুটিজোলা গ্রামে বন্যা কবলিত মানুষের কাছে প্রয়োজনীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি বিতরণ করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিম, সহ-সভাপতি খোরশেদ আল সোহেল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে স্মরণকালের এই ভয়াবহ বন্যার জন্য দায়ী ভারত। তুমুল বৃষ্টিপাতের মধ্যে কোন ধরণের সতর্কতা ছাড়া ভারতের অভ্যন্তরে অবস্থিত বাঁধ খুলে দেয়ার কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে বলে তারা অভিযোগ করেন।
এসএস//