পল্লী বিদ্যুতের সব স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ

সময়: 11:02 am - August 27, 2024 |

মানব কথা: নাশকতার আশঙ্কায় দেশের পল্লী বিদ্যুতের সব স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

জানা যায়, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিতদের চাকরি নিয়মিত করার দুই দফা দাবি বাস্তবায়ন এবং মন্ত্রণালয়ের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে গত শনিবার (২৪ আগস্ট) ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন আন্দোলনরত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সেই আলটিমেটামের সময় শেষ হচ্ছে আজ। আশঙ্কা করা হচ্ছে, দাবি আদায় না হলে সমিতির কর্মচারীরা পূর্ণ কর্মবিরতিতে যেতে পারেন। সেক্ষেত্রে দেশের বৃহৎ জনগোষ্ঠী বিদ্যুৎ বিভ্রাটে (ব্ল্যাকআউট) পড়তে পারেন। সেজন্যই মূলত পুলিশ আগাম এই সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্দোলনের নামে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে তাদের প্রতিহত করা হবে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তিন সপ্তাহ পেরোতে না পেরোতেই নানা শ্রেণি-পেশার মানুষ তাদের বিভিন্ন দাবি নিয়ে মাঠে নামছে। গত রোববার আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে দাবি আদায় করতে চাইলে তাদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষও হয়। এসব আন্দোলনের পেছনে সরকার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর