জাতীয় প্রেসক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ

মানব কাথা: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে চাকরি স্থায়ীকরণের দাবিতে অবরোধ করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন- সরকারি, স্বায়ত্তশাসিত দফতর, অধিদফতর সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতরা। তাদের দাবি, চাকরি স্থায়ীকরণ করতে হবে।
শনিবার বিকেল ৩টা থেকে অবরোধ শুরু করেছেন তারা। এর ফলে সচিবালয় ও আশেপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
অবরোধকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দফতর, অধিদফতরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।
ঘটনাস্থলে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।
তিনি বলেন, আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হবো।
এ সময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি না মানা পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না।