২২ দিনে প্রবাসী আয় এসেছে ১৯২ কোটি ডলার

সময়: 2:38 pm - February 23, 2025 |

মানব কথা: ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে দেশে এসেছে ১৯২ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৩ হাজার ৫৪৪ কোটি ৭৮ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে দেশে এসেছে ১৯২ কোটি ৯৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার।

এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৯ কোটি ৪২ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার।

এদিকে, গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। আর সদ্য বিদায়ী ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশে আসা রেমিট্যান্স মানেই সৌদি আরব ছিল শীর্ষে। কিন্তু ২০২৩-২৪ অর্থবছরে ঘটে ব্যতিক্রম। ওই অর্থবছরে সৌদি আরবকে পেছনে ফেলে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে সংযুক্ত আরব আমিরাত থেকে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে সেটাও পরিবর্তন হয়ে গেছে। এই অর্থবছরের প্রথম সাত মাসেই (জুলাই-জানুয়ারি) বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৩০০ কোটি (৩ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এই অঙ্ক সৌদি আরবের চেয়ে প্রায় দ্বিগুণ। আর আরব আমিরাতের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের এই সাত মাসে গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১২০ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

Share Now

এই বিভাগের আরও খবর