ট্রাক ও সিএনজির সংঘর্ষে নারীসহ নিহত ৩

সময়: 10:41 am - March 15, 2025 |

মানব কথা: শনিবার সকাল ৮টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দু’জন।

আজ শনিবার সকাল ৮টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৮টার দিকে মাওনা থেকে কালিয়াকৈরের উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাওয়া একটি সিএনজি নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে আসা একটি ইটভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক ওবায়দুল ও ৫৬ বছর বয়সী এক নারী এবং ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হন। আরো একজন গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ও তার চালক পালিয়ে যায়।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক কামরুল বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর