মুশফিক সুখবর পেলেন আইসিসি থেকে

সময়: 9:22 am - August 29, 2024 |

মানব কথা: ক্যারিয়ারের শেষলগ্নে রয়েছেন ব্যাটর মুশফিকুর রহিম। কিন্তু এ সময়েও দুর্দান্ত পারফরম্যান্স করছেন এই ডানহাতি ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের মূল নায়ক ছিলেন তিনি। কারণ, তার ইনিংসে ভর করেই প্রথম ইনিংসে বড় লিড পায় সফরকারীরা। আর সেই লিড নিয়েই পাকিস্তানকে ধরাশায়ী করে ছাড়েন বোলরারা। এমন দাপুটে পারফরম্যান্সের পর এবার আইসিসি থেকে সুখবর পেলেন মুশফিক।

গতকাল বুধবার (২৮ আগস্ট) পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই র‍্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ক্যারিয়ারসেরা অবস্থানে মুশফিক। মুশফিক ছাড়াও লিটন, মিরাজদের উন্নতি হয়েছে।

১০ উইকেটে জেতা রাওয়ালপিন্ডি টেস্টে ১৯১ রানের ম্যাচসেরা ইনিংস খেলেন মুশফিক। এই ইনিংস দিয়েই টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় ফিরেছেন ১৭তম স্থানে। ক্যারিয়ারে এর আগে ২০২২ ও ২০২৩ সালে এই অবস্থানে উঠেছিলেন তিনি। তার বর্তমানের ৬৮৪ রেটিং পয়েন্টও ক্যারিয়ার সেরা।

ব্যাটারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন লিটন দাস। ৫৬ রানের ইনিংস খেলে এই উইকেটরক্ষক-ব্যাটার উঠে এসেছেন ২৭ নম্বরে। মুশফিক ছাড়াও ইংল্যান্ডের হ্যারি ব্রুকও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যানচেস্টারে ৫৬ ও ৩২ রান করার পর তিনি চতুর্থ স্থানে উঠে এসেছেন।

টেস্ট বোলারদের মধ্যে ২৩ ধাপ এগিয়েছেন হাসান। ম্যাচে তিন উইকেট নেওয়া এই পেসার আছেন ৭৪ নম্বরে। তার সতীর্থ পেসার শরিফুল ইসলামের উন্নতি ৯ ধাপ, অবস্থান ৬৪তম। মিরাজ বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে এখন ২৩তম স্থানে। ব্যাটে-বলে ভালো করে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করে মিরাজ আছেন দশম স্থানে।

Share Now

এই বিভাগের আরও খবর