সিরিজ জয়ের হাতছানি টাইগারদের

সময়: 8:51 am - August 31, 2024 |

মানব কথা: পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে প্রথম কোনো সিরিজ জয়ের হাতছানি টাইগারদের। এক পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে টসে জিতে আগে ব্যাট করবে টাইগাররা। একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।

সিরিজের দ্বিতীয় টেস্টে গতকাল (শুক্রবার) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে তীব্র বৃষ্টির কারণে মাঠেই আসা হয়নি ক্রিকেটারদের। প্রথম সেশনের পরেই প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

আজ (শনিবার) দ্বিতীয় দিনের খেলা শুরু করবে দুই দল। যদিও শুরু করতে হবে একদম প্রথম থেকে। তাই খেলা শুরুর সময় এগিয়ে এসেছে ১৫ মিনিট। ১১টার বদলে খেলা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে।

এদিকে টপ অর্ডারে পরিবর্তনের গুঞ্জন থাকলেও অপরিবর্তিত রয়েছে তা। তবে পরিবর্তন এসেছে বোলিংয়ে। শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে ফেরানো হয়েছে তাসকিন আহমেদকে।

Share Now

এই বিভাগের আরও খবর