চোট পেয়ে মাঠ ছাড়লেন মুশফিক
সময়: 10:05 am - August 31, 2024 |
মানব কথা: রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ডান কাঁধে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। ইনিংসের ৫৩ওভারে ফিল্ডিংয়ের সময় এ চোট পান অভিজ্ঞ এ ক্রিকেটার। প্রাথমিক চিকিৎসার পর ফিজিও তাকে নিয়ে মাঠে বাইরে চলে যান।
পাকিস্তানের ইনিংসের হাসান মাহমুদের করা ৫৩তম ওভারের দ্বিতীয় বলে অফ ড্রাইভ করে মোহাম্মদ রিজওয়ান। মিড অফে দাঁড়ানো মুশফিক ড্রাইড দিয়ে বল আটকানোর চেষ্টা করেন। তবে রুখতে না পারায় বল চলে যায় বাউন্ডারির বাইরে।
মাঠে শুয়ে ব্যথ্যায় কাঁতরাতে থাকেন তিনি। ফিজিও বায়েজিদ ইসলাম মাঠে প্রবেশ করে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে অস্বস্তিবোধ করায় মুশফিককে নিয়ে মাঠের বাইরে চলে যান ফিজিও।
এর আগে প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেন মুশফিক। অল্পের জন্য মিস করেন ডাবল সেঞ্চুরি। তার চোট কতটুকু গুরুতর তা এখনো জানা যায়নি।