ছেলের কাঁচির আঘাতে বাবার মৃত্যু
সময়: 12:17 pm - April 8, 2025 |

মানব কথা: চট্টগ্রামে ছেলের কাঁচির আঘাতে আহত এক বাবা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজিজুল হক (৬৬) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, গত ৪ এপ্রিল সাজ্জাদ হোসেন আসিফ (২২) নামে তার ছেলে কাঁচি দিয়ে বাবা আজিজুল হককে আঘাত করেন। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।
এ ঘটনার পর পুলিশ সাজ্জাদকে গ্রেপ্তার করেছে। বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার জানান, স্থানীয়রা দাবি করেছেন যে সাজ্জাদ মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তার চিকিৎসা চলছিল।