থাইল্যান্ডকে ১৭৮ রানে হারালো বাংলাদেশ

সময়: 12:51 pm - April 10, 2025 |

মানব কথা: বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নেমেই বাজিমাত বাংলাদেশের। প্রস্তুতি ম্যাচের আত্মবিশ্বাস কাজে দিলো শুরু থেকেই। উড়ন্ত সূচনা পেয়েছে টাইগ্রেসরা। ব্যাটে-বলে সমান দাপট দেখিয়ে পেয়েছে রেকর্ড গড়া জয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোরে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ড নারী দলকে ১৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। যা আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

এদিন টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাব দিতে নেমে দুই স্পিনার জান্নাতুল ও ফাতিহার ঘূর্ণিতে বিধ্বস্ত হয় থাইল্যান্ড। ২৮.৫ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট হয় তারা।

বল হাতে মাত্র ৭ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন জান্নাতুল ফেরদৌস। বাকি ৫ উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। তবে জয়ের ভিতটা গড়ে দেন ব্যাটাররাই, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তুলে নেন সেঞ্চুরি।

ফারজানা হক পিংকির পর দ্বিতীয় বাংলাদেশী নারী হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে শতক হাঁকান নিগার সুলতানা। মাত্র ৭৮ বলে সেঞ্চুরি করেন তিনি, যা দেশের হয়ে দ্রুততম। শেষ পর্যন্ত ৮০ বলে করেন ১০১ রান।

অবশ্য শুরুতেই ইশমা তানজিমের (৮) উইকেট হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ফারজানা ও শারমিন হাল ধরেন। ১৪১ বলে ১০৪ রান যোগ হয় এই জুটিতে। ফারজানা ৮২ বলে ৫৩ করে আউট হোন।

অধিনায়ক জ্যোতি ক্রিজে এসে শারমিনের সাথে জুটি গড়েন। এই জুটিতে বাড়ে রানের গতি। দুজনই সেঞ্চুরির পথে ছুটছিলেন পাল্লা দিয়ে। তবে একটা সময় এসে এগিয়ে যান নিগার, ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে তুলে নেন শতক।

তবে শারমিন পারেননি, ১২৬ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি। থাইল্যান্ডের পক্ষে ফানিতা মায়া, থিপাটচা পুত্থাওয়াং ও ওন্নিচা কামচোংপু ১টি করে উইকেট নেন।

এরপর ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে থাই মেয়েরা। ২৬ বলে সর্বোচ্চ ২২ করেন চানিদা সুত্তিরুয়াং। তাছাড়া নাত্তায়া বুচাথাম ৩৬ বলে ১৭ ও অধিনায়ক নারুয়েমোল চাইওয়াই ২৩ বলে ১৫ রান করেন।

বাকিদের কেউ আর দুই অংকের ঘরে যেতে পারেনি। ফলে বাংলাদেশ পায় রেকর্ড গড়া জয়।

এর আগে গত বছর আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়েছিল টাইগ্রেসরা। যা ছিল এর আগে সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

Share Now

এই বিভাগের আরও খবর