চাটখিলে চা বিক্রির আড়ালে গাঁজার ব্যবসা, আটক মালিক

আনিছ আহম্মদ হানিফ: নোয়াখালী চাটখিল উপজেলার মোহাম্মদপু ইউনিয়নে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করার খবর পাওয়াগেছে।
গত মঙ্গলবার নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক নেতৃত্বে সাঁড়াশি অভিযানে থানার হাট উত্তর বাজারের চাটখিল অংশে মিজান টি স্টোর ও তার বসত বাড়ির ঘর থেকে বিপুল পরিমাণ গাঁজা এবং বিক্রির ৬৭০০ হাজার সাত টাকা সহ মিজানকে আটক করে।
বিভিন্ন সূত্রে জানা যায়। মিজান দীর্ঘদিন যাবত চা দোকানের আড়ালে ইয়াবা ও বিভিন্ন ধরনের মাদক সরবরাহ বিক্রি ও সেবন করতো এবং এলাকায় চুরি ছিনতাই গ্যাং সদস্যদের সাথে জড়িত। থানার হাট বাজার এলাকায় একটি হাইস্কুল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি কিল্ডার গার্ডেন ও আলিম সহ একাধিক মাদ্রাসা আছে, তার এমন অনৈতিক কর্মকান্ডে অত্র এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে । অভিভাবক বৃন্দ এই ব্যাপারে অনেক উদ্বিগ্ন এবং তার সর্বোচ্চ শাস্তি দাবি। জানান। গাঁজা বিক্রেতা মিজান ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আমিরথী গ্রামের আমজাদ মিয়া হাজী বাড়ি (বানিয়া বাড়ি) গোলাম মোস্তফার মেঝে ছেলে ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
জেলা কার্যালয়,থেকে সাংবাদিকদের জানায়।
আটক আসামি মিজানের কাছ থেকে উদ্ধারকৃত আলামত হিসাবে ৫০০ গ্রাঁমগাজা নগদ টাকা-৬,৭০০ টাকা উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামী মো: মিজান (৫৪) এর বিরুদ্ধে উপপরিদর্শক জনাব মো: তাজবীর আহাম্মদ বাদী হয়ে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারনির ক্রমিক নং- ১৯ (ক) ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করে। আদালতে প্রেরণ করে।
মাদকদ্রব্য কর্মকর্তা জানান, আটক কৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানা গেছে, মাদক কারবারী মোঃ মিজান (৫৪) দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে মাদক কারবার করে আসছে।
*আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদক কারবারী চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে।