চাটখিলে মাটিকাটা পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু

সময়: 5:59 am - April 12, 2025 |

আনিছ আহম্মদ হানিফ: নোয়াখালীর চাটখিল উপজেলার পরানপুর গ্রামে মাটিকাটা পিকআপের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার ১১ এপ্রিল দিবাগত রাত দশটায় উপজেলার পরানপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল আলম (১০) একই উপজেলার মোহাম্মদপুর সফর আলী বেপারী বাড়ির মনির হোসেনের ছেলে।

অভিযুক্ত পিকআপ চালক মোঃ আবু বক্কর চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার হাসেমপুর গ্রামের আবিদুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পরানপুর আবদুল জলিলের নতুন বাড়ির সামনে কৃষি জমি হতে মাটি কেটে নিয়ে আসার সময় পাশে দাঁড়িয়ে থাকা আশরাফুল আলম পিকআপের ধাক্কায় নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় অভিযুক্ত চালক কে আটক করে থানায় নিয়ে যায় এবং পিকআপটি জব্দ করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে, এবিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর