চাটখিলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষের প্রস্তুতি সভা

আনিছ আহম্মদ হানিফ: নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ মাঠে বাংলা নববর্ষ ১৪৩২উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী চাটখিল উপজেলার সেনা কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার প্রস্তুতি সভায় আলোচনায় অংশগ্রহণ করেন। চাটখিল উপজেলার সহকারী কমিশনার ভূমি আকিব ওসমান চাটখিল থানার ওসি তদন্ত সুলতান আহমদ চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল চাটখিল পৌরসভা বিএনপির আহবায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম উপজেলা বিএনপি’র সদস্য সচিব শাজাহান রানা পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ জামাতে ইসলামের নায়েবে আমির উপজেলা জামাতের সেক্রেটারি চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহমদ হানিফ চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়েব মাস্টার আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিস আলী হোসেন ছাত্রনেত্রী বৃন্দ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপজেলার প্রশাসনের সকল অফিসার বৃন্দ সকল ইউনিয়নের পরিষদের সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি মিজানুর রহমান বলেন বাংলা নববর্ষ বরণ করার লক্ষ্যে সকলের বক্তব্যের মধ্যে দিয়ে বর্ণাঢ্য আয়োজনে বরণ করার জন্য সকলে যে বক্তব্য রেখেছেন তার সাথে আমি একমত পোষণ করি। আগামী ১৪ তারিখ থেকে ৭দিন ব্যাপী উপজেলা পরিষদ মাঠে বৈশাখী মেলায় দলমত নির্বিশেষে আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে বর্ষবরণের সকল অনুষ্ঠানে আমন্ত্রিত। তবে আমরা সকলেই খেয়াল রাখতে হবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় এমন কোন কর্মকাণ্ড করা থেকে সকলেই বিরত থাকবো। আমি আহ্বান করি। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বর্ষবরণ অনুষ্ঠানে যেন কোন অসামাজিক কর্মকাণ্ড না ঘটে সেদিকে সেনাবাহিনী সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান।