আগামী পাঁচ দিন টানা বৃষ্টিপাতের পূর্বাভাস

সময়: 12:18 pm - April 12, 2025 |

মানব কথা: সারা দেশে আগামী পাঁচ দিন টানা বৃষ্টিপাত হতে পারে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১২ এপ্রিল) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের প্রবণতাও থাকবে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামীকাল রোববার (১৩ এপ্রিল) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (১৪ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রায় সব বিভাগ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা আবারও কিছুটা কমতে পারে।

বুধবার (১৬ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এর ফলে তাপমাত্রা আরও কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের মধ্যে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও আকাশ আংশিক মেঘলা দেখা যেতে পারে। তবে পাঁচ দিনজুড়েই বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর