নববর্ষের দিনে মাদারীপুরে ১৪৪ ধারা জারি

মানব কথা: মাদারীপুরের রাজৈরে আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজৈর বাজার সংলগ্ন পশ্চিম রাজৈর ও বদরপাশা গ্রামের মধ্যে গত এক সপ্তাহ ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বারবার সংঘর্ষ, দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং দাঙ্গার মতো সহিংস কর্মকাণ্ড ঘটছে। এর প্রেক্ষিতেই জননিরাপত্তা এবং শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে ফৌজদারি কার্যবিধির আওতায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৪৪ ধারা বলবৎ থাকাকালীন সময়ে একাধিক ব্যক্তি একত্রিত হওয়া, সভা-সমাবেশ, শোভাযাত্রা, মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে লাঠিসোঁটা কিংবা যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের জন্য এই আদেশ শিথিলযোগ্য থাকবে।
উপজেলা প্রশাসন সকলকে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।