পিএসএল অভিষেকে ৩ উইকেট রিশাদের

মানব কথা: এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডাক পেলেন রিশাদ হোসেন। কিন্তু সেখানেও প্রথম ম্যাচ কাটল লাহোর কালান্দার্সের বেঞ্চ গরম করে। সাইডলাইন থেকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দলের হার দেখেছিলেন। অবশেষে দ্বিতীয় ম্যাচ সুযোগ পেতেই নিজের জাত চিনিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন।
তার ঘূর্ণিজাদুতে লাহোরের দেওয়া ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪০ রানেই গুটিয়ে যায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। বল হাতে ৩১ রান খরচায় দলীয় সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন রিশাদ।
৩ উইকেট শিকারের সুবাদে তিনটি রেকর্ডে নাম উঠেছে তার। বিদেশি ফ্র্যাঞ্চাইজ লিগে অভিষেক ম্যাচে দেশের খেলোয়াড়দের মধ্যে এতদিন সেরা বোলিং পরিসংখ্যান ছিল তানজিম হাসান সাকিবের। গেল বছর গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ২০ রানে ২ উইকেট শিকার করেছিলেন তিনি। গতকাল (রোববার) সেটা টপকে গেলেন রিশাদ।
এদিকে পিএসএলে বাংলাদেশিদের মধ্যে সেরা বোলিং পরিসংখ্যানের দিক দিয়ে সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন রিশাদ। ২০১৭ সালে লাহোরের বিপক্ষে ১৪ রানে ২ উইকেট শিকার করেছিলেন সাকিব, যা এতদিন ছিল এই টুর্নামেন্টে বাংলাদেশিদের পক্ষে দ্বিতীয় সেরা বোলিং পরিসংখ্যান।
গতকাল রোববার (১৩ এপ্রিল) কোয়েটার বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়ে সাকিবকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অধিকার করেছেন রিশাদ। এ তালিকায় শীর্ষে রয়েছেন ২০১৭ পিএসএলে ২১ রানে ৩ উইকেট ঝুলিতে পোরা মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিকে ৩১ রানে ৩ উইকেট নেয়ার দিনে পিএসএলে বিদেশিদের মধ্যে অভিষেকে সেরা বোলিং পরিসংখ্যানে দুইয়ে চলে এসেছেন রিশাদ। ক’দিন আগেই লাহোরের বিপক্ষে ইসলামাবাদের পেসার জেসন হোল্ডার পেয়েছিলেন ২৬ রানে ৪ উইকেট। সেটাই সেরার তালিকায়। এরপরেই রিশাদের ৩ উইকেটের এই বোলিং ফিগার।