গাজায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় নিহত আরো ৪৫

সময়: 9:37 am - April 24, 2025 |

মানব কথা: গাজায় ১৮ মাস আগে ইসরাইলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫১ হাজার ৩০৫ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৭ হাজার ৯৬ জন আহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় একদিনে কমপক্ষে ৪৫ জন নিহত এবং এবং ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। রাতভর হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজায় ১৮ মাস আগে ইসরাইলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫১ হাজার ৩০৫ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৭ হাজার ৯৬ জন আহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

এদিকে তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলের হামলায় আহত আরো ১০৫ জন ফিলিস্তিনিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

এমন পরিস্থিতিতেই ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির আইন প্রণেতারা গাজায় ‘খাদ্য ও ত্রাণ ডিপোতে’ বোমা হামলার প্রয়োজনীয়তার বিষয়ে তার ’স্পষ্ট অবস্থানকে’ সমর্থন করেন।

চলতি বছরের ১৯ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরাইল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতির দুই মাসের মধ্যেই ইসরাইল আবারো ব্যাপকহারে সামরিক অভিযান চালানো শুরু করে। গত ১৮ মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখনো পর্যন্ত কমপক্ষে এক হাজার ৯২৮ জন নিহত এবং পাঁচ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। এর আগে, ইসরাইল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর