ডিআরইউতে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) দেশীয় অস্ত্র, ও লাঠিসোটা নিয়ে রাতের আঁধারে অতর্কিতভাবে হামলা চালিয়েছে দখলবাজ আওয়ামী দোসর সন্ত্রাসী জাকির হোসেন ও তার অনুসারীরা।
এই সময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ অগনিত সাংবাদিক আহত হয়েছেন। বুধবার (২১ মে) রাতে হঠাৎ করে এই হামলার চালানো হয়।
এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)’র সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ। বৃহস্পতিবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডিআরইউ-এর সদস্যদের উপরে রাতের আধারে দেশীয় অস্ত্র নিয়ে যেভাবে হামলা চালানো হয়েছে, সাংবাদিক সমাজ তা কখনো মেনে নেবে না। রাতের আধারে কাপুরোষিত এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ উক্ত সন্ত্রাসী ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।