স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

সময়: 1:23 pm - July 1, 2025 |

মানব কথা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তি পাওয়ার পরই এনপিবি পিস্তলের লাইসেন্স পান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জানা যায়, কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে গত বছরের ২ ডিসেম্বর অস্ত্রের লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়। এর ভিত্তিতে ৮ ডিসেম্বর জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৪ শাখার উপ-সচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এক চিঠিতে অনাপত্তি প্রদান করা হয়।

চিঠিতে উপদেষ্টার পারিবারিক তথ্যসহ বলা হয়, “আবেদনকারীর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগের অনাপত্তি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।”

২০১৬ সালের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার সংক্রান্ত নীতিমালার ৩২ নম্বর বিধির আলোকে এই লাইসেন্স দেওয়া হয়। এই বিধিতে স্পিকার, মন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে আয়কর বিবরণের বাধ্যবাধকতা না থাকায় উপদেষ্টার আবেদন গ্রহণযোগ্য হয়।

এর আগে গত রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত স্ক্যানিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পিস্তলের একটি ম্যাগজিন ধরা পড়ে। এ বিষয়ে ভুলবশত ঘটেছে বলে দুঃখ প্রকাশ করেন তিনি।

ওইদিন সকালে তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে মরক্কোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

পরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এটি একেবারে অনিচ্ছাকৃত। ভুলে ম্যাগজিনটি ব্যাগে থেকে গিয়েছিল।”

Share Now

এই বিভাগের আরও খবর