চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মানব কথা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুরে সীমান্তবর্তী গালার মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।
নিহতের পিতা জানান, বেলা সাড়ে ১২টার দিকে বাবুসহ চার–পাঁচজন গরুর জন্য ঘাস কাটতে সীমান্ত এলাকায় যান। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭৯ নম্বর পিলারের কাছে গুলি ছোড়ে। এতে বাবু ঘটনাস্থলেই নিহত হন। পরে তার মরদেহ বিএসএফ সদস্যরা ভারতে নিয়ে যায় বলে পরিবারের দাবি।
এনবিআরে আন্দোলন: চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে
এ বিষয়ে দর্শনা থানার ওসি শহিদ তিতুমীর বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, স্বর্ণ চোরাচালানকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়।” তিনি জানান, ঘটনাটি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়ভাবে এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের মরদেহ দ্রুত ফেরত আনার দাবিতে এলাকাবাসীর মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।