পবিত্র আশুরা অবিচারের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠায় অনুপ্রেরণা দেবে: প্রধান উপদেষ্টা

সময়: 3:46 pm - July 5, 2025 |

মানব কথা: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে।”

শনিবার (৫ জুলাই) আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “এই দিনে আমরা রাসুল (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালায় শাহাদতবরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

তিনি বলেন, “ইসলাম সত্য, ন্যায় ও শান্তির ধর্ম। হিজরি ৬১ সনের ১০ মহরম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ইমাম হোসেন (রা.) ও তার সঙ্গীরা কারবালায় শহীদ হন। এই আত্মত্যাগ মানব ইতিহাসে চিরকাল উদাহরণ হয়ে থাকবে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “পবিত্র আশুরা কেবল বিয়োগাত্মক নয়, এটি ইসলামের ইতিহাসে এক ফজিলতপূর্ণ দিন। পৃথিবী সৃষ্টিসহ অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা এদিনে সংঘটিত হয়েছে। হাদিসে রাসুল (সা.) আশুরায় দুটি রোজার গুরুত্ব দিয়েছেন।”

তিনি সমাজে সাম্য, ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা আশুরার শিক্ষা ধারণ করে নেক আমলে উদ্বুদ্ধ হই এবং মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অগ্রগতি কামনা করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।”

Share Now

এই বিভাগের আরও খবর