আকুর দায় মিটিয়ে রিজার্ভ ২৪ বিলিয়ন ডলারে

মানব কথা: এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এর মে ও জুন মাসের আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘আকুর বিল পরিশোধে গেছে ২ দশমিক ০২ বিলিয়ন ডলার। এতে বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।’ তবে গ্রস রিজার্ভ আগের ২৯ দশমিক ৫২ বিলিয়নের তুলনায় সামান্য কমেছে।
বাংলাদেশ ব্যাংক এবার নিট রিজার্ভ জানায়নি। তবে গত ২৯ জুন নিট রিজার্ভের হিসাব দেওয়া হয়েছিল ২০ দশমিক ৪০ বিলিয়ন ডলার।
১০ জুলাই দুপুর ২টায় প্রকাশ হবে এসএসসির ফল
২ জুলাইয়ের হিসাব অনুযায়ী, বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলার এবং গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ৭১ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক তিন ধরনের রিজার্ভ হিসাব করে—মোট রিজার্ভ, আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ এবং ব্যবহারযোগ্য রিজার্ভ।
আকু (Asian Clearing Union) প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের উদ্যোগে। সদর দপ্তর ইরানের তেহরানে। সদস্য দেশগুলো: বাংলাদেশ, ভারত, ভুটান, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। তবে রিজার্ভ সংকটে পড়ে ২০২২ সালের অক্টোবর মাসে শ্রীলঙ্কা আকু থেকে বেরিয়ে যায়।
আকুর সদস্য দেশগুলো প্রতি দুই মাস পর পর পারস্পরিক আমদানি-রপ্তানির দায় সমন্বয় করে। বাংলাদেশ গড়ে প্রতি দুই মাসে সোয়া এক বিলিয়ন ডলারের মতো আকুর দায় পরিশোধ করে আসছে।