চাটখিলে মাছ শিকারে গিয়ে কৃষকের মৃত্যু

সময়: 2:25 pm - September 10, 2024 |

আনিছ আহম্মদ হানিফ চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে মো: সেলিম (৬৫) নামের এক কৃষক মাছ শিকারে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত কৃষক উপজেলার বদলকোট ইউনিয়নের উত্তর হরিকৃষ্ণপুর বৈধ্য বাড়ীর মৃত সেকান্তর মিয়ার ছেলে।

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত গভীর রাতে কৃষক মো: সেলিম জাল নিয়ে নৌকায় যোগে মাঠে মাছ শিকারে যায়। ভোর পর্যন্ত বাড়ী ফিরে না আসায় সকালে তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয় লোকজন কোরিয়ান বাড়ির পাশ্ববর্তী মাঠের মাঝখানে তার লাশ দেখতে পায়।
চাটখিল থানার ডিউটি অফিসার এসআই মো: রফিক জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি, পানিতে পড়ে মৃত্যু হওয়ায় নিহতের পরিবার এ বিষয়ে অভিযোগ ও ময়নাতদন্ত না করে লাশ দাফনের জন্য তাদের জিম্মায় নিয়ে যায়।

Share Now

এই বিভাগের আরও খবর