চাটখিলে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও আলোচনা

আনিছ আহম্মদ হানিফ:নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার রাত ৮টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড হরিপুর ফাওড়া বিএনপির দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় হয়েছে।
ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ।
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নূরুল হুদা পিন্টু, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল কবির নাজমুল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাবেক সভাপতি বেল্লাল হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বেল্লাল হোসাইন নাঈম, পূর্ব অঞ্চল যুবদলের সভাপতি আব্দুল হান্নান, মোঃ সোহাগ,আবুল বাশার, রিয়াদ হোসেন নুর মোহাম্মদ, রিয়াজ হোসেন, হেলাল মাহমুদ সহ উপজেলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।