‘অবিবাহিত’ বলে পাসপোর্ট নিলেন নারী, বিয়ের তথ্য গোপন

সময়: 1:17 pm - September 18, 2025 |

নিজস্ব প্রতিবেদক: বিয়ের পর জাতীয় পরিচয়পত্রে বৈবাহিক সম্পর্ক উল্লেখ না করেও পাসপোর্টের ফরমে নিজেকে ‘অবিবাহিত’ হিসেবে উল্লেখ করে ই-পাসপোর্ট নিয়েছেন এক নারী। দৈনিক মানব কথা-এর অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য।

অনুসন্ধানে জানা যায়, ওই নারী ২০২০ সালে বিয়ে করেন এবং বর্তমানে তার জমজ কন্যা সন্তান রয়েছে। অথচ তার ই-পাসপোর্টে বৈবাহিক অবস্থা উল্লেখ করা হয়েছে ‘অবিবাহিত’।

বিশেষ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত নারীর বিয়ের কাবিননামা এবং তার সন্তানের হাসপাতালের জন্মসনদে স্পষ্টভাবে তার নাম তালিকাভুক্ত রয়েছে। তবুও ২০২৫ সালে তিনি ই-পাসপোর্টের জন্য আবেদন করেন ‘অবিবাহিত’পরিচয়ে।

এ বিষয়ে পাসপোর্ট অফিসের এক কর্মকর্তা মানব কথা-কে বলেন, “আমরা এনআইডি যাচাই করি ঠিকই, কিন্তু কোনো বিয়ের রেজিস্ট্রেশন যাচাই করার সুযোগ বা কেন্দ্রীয় ডাটাবেইস আমাদের নেই। কেউ মিথ্যা তথ্য দিলে সেটা ধরা প্রায় অসম্ভব। তবে এ বিষয়ে অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত নারীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

Share Now

এই বিভাগের আরও খবর