টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে সিদ্ধান্ত নিতে সরকার–বিসিবি বৈঠক
মানব কথা: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে যাবে কি না—এ বিষয়ে পরামর্শের জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, সহসভাপতি ও কয়েকজন বোর্ড পরিচালক। এই বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো আশা করছে।
এর আগে গতকাল রাতে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করে, এক ভার্চ্যুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার অনুরোধ তাদের পক্ষে রাখা সম্ভব নয়। প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।
তবে আজ বিসিবির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি সরাসরি নাকচ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসির পক্ষ থেকে বিসিবিকে এ ধরনের কোনো কথা জানানো হয়েছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সত্য নয়। আইসিসি থেকে পাওয়া বার্তার বিষয়বস্তু বা ধরন—কোনোটির সঙ্গেই ওই প্রতিবেদনের মিল নেই বলে উল্লেখ করা হয়।
বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আইসিসি থেকে বিসিবিকে একটি ‘সফট মেইল’ পাঠানো হয়েছে। ওই মেইলে বলা হয়েছে, ভারতে খেলতে যাওয়া নিয়ে বাংলাদেশ যে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছে, বাস্তবে তেমন কোনো শঙ্কার কারণ নেই। আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
ওই সূত্র আরও জানায়, ভারতে যেতেই হবে কিংবা না গেলে পয়েন্ট কেটে নেওয়া হবে—এ ধরনের কোনো আল্টিমেটাম আইসিসির ই-মেইলে দেওয়া হয়নি। তবে আইসিসি তাদের অবস্থান ব্যাখ্যা করে বলেছে, তারা মনে করে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই।
ই-মেইলে বিসিবিকে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে রাজি করানোর চেষ্টা করেছে আইসিসি। পাশাপাশি বলা হয়েছে, বিশ্বকাপের পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি, তবে শিগগিরই তা সম্পন্ন করা হবে। নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হলে অন্যান্য বোর্ডের সঙ্গে বিসিবিকেও তা পাঠানো হবে। এরপর বিসিবির কোনো পর্যবেক্ষণ থাকলে তা জানাতে পারবে এবং আইসিসি সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।











