প্রবাসী ভোটার নিবন্ধন ও প্রক্রিয়া অনুমোদনের অপেক্ষায়

সময়: 9:43 am - September 22, 2025 |

মানব কথা: নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের ভোট দিতে অ্যাপে নিবন্ধন ও ভোটের প্রক্রিয়া অনুমোদনের পরই দ্রুত সংবাদমাধ্যমে জানিয়ে দেয়া হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের অনুমোদন পেলেই ব্যাপক প্রচারের জন্য পদ্ধতি ও প্রক্রিয়া তুলে ধরা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক। দায়িত্ব নেয়ার পর সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন আমিন মল্লিক।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের জন্য ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রজেক্ট হয়েছে। ওই প্রকল্পের অধীনে আমরা কিভাবে ভোট দেব, প্রবাসী ভোটাররা কিভাবে রেজিস্ট্রেশন করবে- তার একটা মোটামুটি ডিজাইন করা হয়েছে। এটা অনুমোদনের জন্য আমরা কমিশনে দিয়েছি। বিকেলের মধ্যে অনুমোদন পেয়ে যাবো আশা করছি। অনুমোদন পেলে ‘বিকেলেই জানানো হবে’ বলে জানিয়েছেন তিনি।

আমিন মল্লিক বলেন, প্রবাসীদের ভোটপদ্ধতি কিরকম হবে, কোন পদ্ধতিতে ভোট দিতে যাচ্ছি। এ বিষয়টার ব্যাপকভাবে প্রচাররের দরকার হবে। প্রযুক্তি সম্পর্কে যত বেশি জনগণ ধারণা পাবেন, তত বেশি ক্লিয়ার হবেন। এ বিষয়ে ব্যাপকভাবে যাতে প্রচার হয় সে প্রত্যাশা আমাদের। ইসির অনুমোদনের পর পলিসিটা জানিয়ে দেব আমরা।

কোন পদ্ধতিতে, কিভাবে বাস্তবায়ন হবে তাও জানিয়ে দেয়া হবে বলে জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন।

মতবিনিময়ের সময় সাংবাদিকদের সঙ্গে জনসংযোগ সহকারী পরিচালক আশাদুল হকও উপস্থিত ছিলেন।

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হওয়ার কথা রয়েছে। এজন্য ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেয়া হবে। এরই মধ্যে নির্বাচনি আইন সংস্কারের জন্য পোস্টাল ব্যালটে ভোট নেয়ার বিষয়টি যুক্ত করে সরকারের কাছে পাঠিয়েছে কমিশন। পোস্টাল ব্যালটের প্রচারও শুরু হয়েছে প্রবাসে।

Share Now

এই বিভাগের আরও খবর