বরগুনা ২ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথসভা
জসিম মেহেদী : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১ নভেম্বর) শুক্রবার বিকাল বেলা খোলপুটুয়া স্কুল মাঠে ধানের শীষ মার্কার প্রার্থী বিএনপি’র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মণি’র নির্বাচনী পথসভা আয়োজন করেন ৩নং রামনা ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন। পথসভায় স্থানীয় বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও হাজারো মানুষ অংশ নেন।
রামনা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ ইদ্রিস সিকদারের সঞ্চয়লনায় রামনা ইউনিয়ন বিএনপির আহবায়ক হাওলাদার মোঃ শাহীনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বামনা উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ রানা। প্রধান বক্তা বামনা উপজেলা বিএনপির সদস্য মোঃ রুহুল আমীন শরীফ , বিশেষ অতিথি বামনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, ইকবাল কুরাইশী বাবু, মোঃ সাহাব উদ্দিন বাচ্চু মোল্লা, সাবেক যুগ্ন আহবায়ক বাবুল খান,মো: বাদল সিগদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তব্যে প্রধান অতিথি বামনা উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ রানা বলেন, ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে নুর ইসলাম মনিকে সংসদে পাঠাতে হবে। আসন্ন সংসদ নির্বাচনে সকলকে ভেদাভেদ ভুলে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা বামনা উপজেলা বিএনপির সদস্য মোঃ রুহুল আমীন শরীফ বলেন বরগুনা ২ আসনে বিএনপির মনোনীত যোগ্য প্রার্থী নুরুল ইসলাম মনি। তার কোন বিকল্প নেই। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপির নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকে কাজ করতে হবে।
বিশেষ অতিথি বামনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বিশ্বাস ও আস্থা রেখে ধানের শীষের প্রতীক বরগুনা ২ এ বিএনপি’র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মণি’কে উপহার দিয়েছেন। তিনি বলেন, ‘আমি জাহাঙ্গীর হোসেন আপনাদের সঙ্গে আছি, আপনারা ধানের শীষে ভোট দেবেন। ‘ এসময় ধানের শীষ নিয়ে বরগুনা ২ আসনে বিপুল ভোটে নুরুল ইসলাম মনিকে জয়ী করার লক্ষ্যে নেতাকর্মীরা ধানের শীষের স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।













