সন্ধ্যার ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩: আবহাওয়া অধিদপ্তর

সময়: 3:17 pm - November 22, 2025 |

মানব কথা: রাজধানী ঢাকায় অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ৩ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে প্রাথমিকভাবে সংস্থাটি জানায়, এর মাত্রা ছিল ৩ দশমিক ৭।

আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা। আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৭।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এর মাত্রা ৪ দশমিক ৩, এবং উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। যদিও আবহাওয়া অধিদপ্তরের প্রাথমিক তথ্য ছিল—এটির উৎপত্তিস্থল সাভারের বাইপাইল।

গতকাল শুক্রবার সকালে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী। এতে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়।

Share Now

এই বিভাগের আরও খবর