সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত দল গড়তে বদ্ধপরিকর বিএনপি: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

সময়: 9:03 am - November 23, 2025 |

আনিছ আহম্মদ হানিফ: সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদক সেবণ বিএনপিতে হবে না বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন। শনিবার (২২ নভেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে খিলপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশাসনকে উদ্দেশ্য করে মাহবুব উদ্দিন খোকন বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, আমরা দেশ নিয়ে চিন্তা করি, দেশকে রক্ষা করার চিন্তা করি, দেশের মানুষকে রক্ষা করার চিন্তা করি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে রক্ষা করতে গিয়ে প্রতিহিংসার শিকার হয়ে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে গিয়েছেন। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে জোর করে বের করে দিয়েছে, তাকে মিথ্যা মামলায় জেলে দিয়েছে, চিকিৎসা করতে দেয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্মম নির্যাতন করে তার কোমরের হাড় ভেঙে গুড়ো করে দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন, এখনো তার চিকিৎসা চলছে। দেশের বাহিরে থেকেও তিনি এই জাতিকে নেতৃত্ব দিয়েছেন। এ সময় সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান মাহবুব উদ্দিন খোকন। হেডলাইন দেওয়া আছে নিউজ টা সাজিয়ে দাও
ChatGPT said:
নিচে আপনার দেওয়া তথ্য ঠিক রেখে সংবাদটি সুন্দরভাবে সাজিয়ে দিলামঃ

হেডলাইন:
“সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত দল গড়তে বদ্ধপরিকর বিএনপি — ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন”

সংবাদ:
সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকসেবীদের কোনোভাবেই বিএনপিতে স্থান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে খিলপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।”

তিনি বলেন, “আমরা দেশকে ভালোবাসি, দেশকে রক্ষা করার চিন্তা করি, দেশের মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ রক্ষার জন্য প্রাণ দিয়েছেন।”

বক্তব্যে আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে জোর করে উচ্ছেদ করা হয়েছে, মিথ্যা মামলায় কারাবন্দী করা হয়েছে এবং চিকিৎসার সুযোগও দেওয়া হয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিকিৎসার জন্য বিদেশে যান এবং এখনো চিকিৎসাধীন থাকা অবস্থায় দেশকে নেতৃত্ব দিচ্ছেন।

সমাবেশে তিনি সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর