কক্সবাজারের মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ নৌবাহিনী একটি বিশেষ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) , নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত সন্ত্রাসী ও জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গতকাল দিবাগত রাতে মহেশখালী থানাধীন কালারমারছরা ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী রমিজ উদ্দিন নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও পরিবহণ চাঁদাবাজকে একটি শর্টগান ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে। তার ঘর তল্লাশি করে শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়। পূর্বে তার বিরদ্ধে চাঁদাবাজি, হত্যা এবং অস্ত্র মামলা রয়েছে বলে জানা যায়।
জানা যায়, নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এই অভিযানগুলো পরিচালিত হচ্ছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত ওসি সুকান্ত ভট্টাচার্য্য জানিয়েছেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, কালারমারছড়া নয়াপাড়া ৬ নং ওয়াডের আওয়ামীলীগের সভাপতি মো. রমিজ উদদীন হত্যা চেষ্টা আসামির, বিএনপি নেতা জবল চৌধুরীর হত্যা, পলাতক আসামী। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের সভাপতি পদ ব্যবহার করে খুন, গুম, চাঁদাবাজি করে এলাকায় মানুষের বিচার বসিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। পানবাজার দখল, বাজার দখল, মানুষের জমি দখল তার ভাই রশিদ মিয়া প্রকাশ কালু জলদস্যুদের গডফাদার। তার অন্য ভাই মো. রফিক উদ্দিন কিশোর গ্যাং লিডার, কৃষক লীগের সভাপতি এসমতউল্লাহ, আওয়ামী লীগের নেতা এনাম মিয়া ও জুয়েল মিয়া