আশুলিয়ায় সংঘর্ষে নারী শ্রমিক নিহত
মানব কথা: শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে রোকেয়া বেগম নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোস্তফা কামাল শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, একই দিন সকাল ঌটার দিকে আশুলিয়ার জিরাবো ম্যাসকট গার্মেন্টস লিমিটেড নামের কারখানার সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, রোকেয়া বেগম ম্যাসকট গার্মেন্টস লিমিটেড কারখানায় সহকারী সেলাই মেশিন অপারেটর। তবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
সূত্রে জানা গেছে, সকালে ম্যাসকট গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার বাহিরে চলে আসে। এ সময় তাদের কারখানার সামনে অপর একটি পোশাক কারখানা রেডিয়্যান্ট গার্মেন্টসের শ্রমিকদের কাজ বন্ধ করতে ম্যাসকট কারখানার শ্রমিকরা ইটপাটকেল ছুড়তে থাকে। পরে রেডিয়্যান্ট গার্মেন্টসের শ্রমিকরা বের হয়ে এলে উভয় কারখানা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ইটপাটকেলের আঘাতে ম্যাসকট কারখানার নারী শ্রমিক রোকেয়া বেগম নিহত হন। এ সময় উভয় গ্রুপের কমপক্ষে ১০ শ্রমিক আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোস্তফা কামাল বলেন, প্রাথমিকভাবে শুনতে পেরেছি ম্যাসকট গার্মেন্টস লিমিটেড কারখানাটি বন্ধ ছিল। ওই কারখানা খুলে দেয়ার দাবিতে কর্মরত শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। পরে পাশের একটি কারখানা থেকে তাদের ধাওয়া দেয়। এতে একজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। ঘটনার বিস্তারিত পরে বলতে পারব।