কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা

সময়: 8:55 am - October 21, 2024 |

মানব কথা: কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) ভোরে উখিয়া ১৭ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-১৭ এক্স ব্লকের বাসিন্দা আহাম্মদ হোসেন (৬৫), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৫)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোররাতে ঘরে ডুকে একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে, সেটি এখনো জানা যায়নি। এই মুহূর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে।

Share Now

এই বিভাগের আরও খবর