মহেশখালীতে ২৫ একর চিংড়ি ঘের জবরদখল মুক্ত করলো বনবিভাগ

সময়: 8:13 am - November 3, 2024 |

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধিকক্সবাজারের মহেশখালীতে অবৈধভাবে গড়ে উঠা চিংড়িঘের উচ্ছেদ করে ২৫ একর সরকারি জমি দখলমুক্ত করেছে বনবিভাগ। শনিবার (২ নভেম্বর) সকালে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের গোরকঘাটা রেঞ্জে আওতাধীন ঝাপুয়া বিটের অমাবশ্যাখালী মৌজা এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা ও কক্সবাজার সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদের নির্দেশে বন বিভাগের জায়গায় গড়ে উঠা বাঁধ কেটে দিয়ে ২৫ একর সরকারি জায়গা দখলমুক্ত করা হয়।

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, গোরকগাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী, ঝাপুয়া বিট কর্মকর্তা মো.আবুল কাশেম, জেমঘাট বিট কর্মকর্তা মাসুদ পারভেজনহ গোরকঘাটা ও চরণদ্বীপ রেঞ্জের স্টাফরা ।

এবিষয়ে চরণদ্বীপ ও গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলী বলেন, দখলকৃত চিংড়িঘের গুঁড়িয়ে দিয়ে ২৫ একর সরকারি জায়গা দখলমুক্ত করা হয়। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর