গণপূর্তের মাফিয়াখ্যাত নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম এখনও ঢাকায় বহাল তবিয়তে
নিজস্ব প্রতিবেদক: গণপূর্ত অধিদপ্তরের মাফিয়াখ্যাত নির্বাহী প্রকৌশলী শেখ রেহানা’র ক্যাশিয়ার মোঃ আশরাফুল ইসলাম এখনও ঢাকায় বহাল তবিয়তে থেকে চালিয়ে যাচ্ছেন টেন্ডার বানিজ্য।
জানা গেছে, ফ্যাসিবাদ সরকারের পুরো সময় ঢাকা লোভনীয় জায়গার টেন্ডার মাফিয়াখ্যাত নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম ঢাকা গণপূর্ত ই/এম বিভাগ-১ আছেন সাত বছর যাবত এখানে তিনি এলটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করার পরিবর্তে ওটিএম পদ্ধতিতে শতভাগ দরপত্র আহবান করে পছন্দের ঠিকাদারদের কাজ দিয়ে কোটি কোটি কামিয়েছেন এখানেই শেষ তার ডিভিশনের বাহিরে গণপূর্ত অধিদপ্তরের ঢাকার ভিতর সকল বড় ই/এম কাজ সে আওয়ামীলীগ সিন্ডিকেট সাথে যোগসাজশ করে মোটা কমিশন নিয়ে নিয়ান্ত্রন করে ফ্যাসিস্ট হাসিনার মন্ত্রী ও আমলাদের টাকা কালেকশন করে গডফাদারের ভুমিকা পালন করে থাকতেন। তার ইশরায় ছাড়া গণপূর্ত অধিদপ্তরের ই/এম এর কোন কাজ ভাগবাটোয়ারা হতো না তাকে ছয় মাসের সিসি টিবি ফুটেজ টানলে দেখা যাবে প্রধান প্রকৌশলীর মিনি কনফারেন্স রুমে ঠিকাদারদের নিয়ে তিনি দেন দরবার কখনও বদলী বানিজ্য নিয়ে দেন দরবার করছেন প্রধান প্রকৌশলীর শামীম আখতার এর রুমে ঢুকছেন তিন-চার বার বের হচ্ছেন আবার ঢুকছেন অন্য দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রতি দিন দুই তিন বার যাচ্ছেন যা সিসি টিবি ফুটেজ দেখলে প্রমান পাওয়া যাবে।
আশরাফুল ইসলাম ছিলেন ফ্যাসিবাদ সরকারের অন্যতম দোসর কারন একটাই তিনি ছিলেন ফ্যাসিবাদ সরকারের ছোট আপাখ্যাত শেখ রেহানার ক্যাশিয়ার গণপূর্ত অধিদপ্তর হতে টেন্ডার, বদলী ও নিয়োগ বানিজ্যের সকল টাকা কালেকশন করে ছোট আপাকে পৌউছে দেওয়ার দায়িত্ব নিয়োজিত থাকতেন আশরাফুল ইসলাম । চলতি অর্থ বছরে প্রধান প্রকৌশলীর প্রজ্ঞাপন অমান্য করে এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করেন প্রায় ৪০ টি যার আইডি গুলি হলো Id.no.1063722 Id.no.1063677 Id.no.0160305 Id.no.1061251 Id.no.1061212 Id.no.1060301 Id.no.1058895 Id.no.1059111 Id.no.1058946 Id.no.1059027 Id.no.1059011 Id.no.1059029 Id.no.1042941 Id.no.1054362 Id.no.1054337 Id.no.1049804 Id.no.1044579 Id.no.1044137 Id.no.1042587 Id.no.1042493 Id.no.1042544 Id.no.1042569 Id.no.1042590 Id.no.1042505 Id.no.1042398 Id.no.1035590 Id.no.1040443 Id.no.1040404 Id.no.1033814 Id.no.1032572 Id.no.1032547 Id.no.1032298 Id.no.1031176 Id.no.1024444 Id.no.1026483 Id.no.1022366 Id.no.1018237 Id.no.1015515 Id.no.1013329 Id.no.1008958 Id.no.1004939 উক্ত দরপত্র আহবান করে পছন্দের ঠিকাদারদের কাজ দিয়ে রেট কোট খেলাই মেতে কোটি কোটি কামিয়েছেন ও দুর্নীতির মহাউৎসব করছেন। গত ২০২৩-২৪ অর্থ বছরে শুধু মাত্র জুন মাসে এপিপির কাজ এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করেছেন যার আইডি নাম্বার গুলি হলো Id.no.998843 Id.no.998764 Id.no.998141 Id.no.997790 Id.no.998122 Id.no.997838 Id.no.997808 Id.no.997821 Id.no.997146 Id.no.996632 Id.no.996247 Id.no.996241 Id.no.996177 Id.no.995687 Id.no.995849 Id.no.995759 Id.no.995603 Id.no.994722 Id.no.994739 Id.no.994315 Id.no.994306 Id.no.994300 Id.no.994302 Id.no.994186 Id.no.994197 Id.no.994175 Id.no.994207 Id.no.994189 Id.no.994058 Id.no.994168 Id.no.994162 Id.no.994084 Id.no.993933 Id.no.994040 Id.no.993945 Id.no.993905 Id.no.993885 Id.no.993150 Id.no.992984 Id.no.992971 Id.no.992978 Id.no.992995 Id.no.992949 Id.no.992853 Id.no.992844 Id.no.992839 Id.no.992848 দশ কোটি টাকার কাজ প্রায় মাত্র দশ দিনে ও আট দিনে কাজ সমাপ্ত দেখিয়ে কোটি কোটি লোপাট করছেন মোঃ আশরাফুল ইসলাম।গণপূর্ত অধিদপ্তরের অনেক কর্মকর্তাই জানেন শেখ রেহানা সাথে সখ্যতা ও নিয়মিত যাতায়াত থাকায় সকল আমলা ও মন্ত্রী কে সহযেই টাকা দিয়ে ম্যানেজ করে ফেলতেন। গত ছয় বছরে মোঃ আশরাফুল ইসলাম প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০০ কোটি মেরামত ও রক্ষণাবেক্ষন কাজ করে পছন্দের ঠিকাদারদের দিয়ে মোটা কমিশন দিতো শেখ রেহানা আপা কে। যার দরপত্র আই ডি ইজিপি পোর্টালে দেখলে প্রমান পাওয়া যাবে। ফ্যাসিবাদ সরকারের অন্যতম দোসর আশরাফুল ইসলাম ফ্যাসিস্ট হাসিনা ও রেহানার গণপূর্ত অধিদপ্তর থেকে টাকা কালেকশন করার অন্যতম ক্যাশিয়ার ভূমিকা পালন করতেন। মোঃ আশরাফুল ইসলাম নামে-বেনামে পাচ হাজার কোটি সম্পদ করেছেন প্রাথমিক অনুসন্ধানে এই তথ্য উঠে আসে এর মধ্যে গুলশাল-২ এ রোড নং ৬৬ তে একটি বাড়ি রয়েছে, বসুন্ধারা আবাসিক এলাকার সি ব্লক রোড নং১৩ তে একটি ফ্ল্যাট, বসুন্ধারা আবাসিক এলাকায় আই ব্লকে একটি ফ্ল্যাট, গুলশান শাখায় ঢাকা ব্যাংকে তার নামে ও তার স্ত্রীর নামে বিপুল পরিমান টাকা সঞ্চয় রেখেছেন ও রুপালী ব্যাংক লিঃ, বঙ্গবন্ধু এভিনিউ শাখায় আশরাফুল ইসলাম এর নামে বিপুল পরিমান টাকা রয়েছে, চাপাইনবাবগঞ্জে এ বিশ একরের আম বাগান রয়েছে এবং গাজীপুরে দশ একর জায়গা ক্রয় রিসোর্ট নির্মানাধীন অবস্থায় আছে।এত কিছুর পরও এখনও প্রধানমন্ত্রী কার্যালয়ে দায়িত্ব থাকা নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম কিভাবে বহাল তবিয়তে রয়েছেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় টি কতটা নিরপত্তাহীনতায় আছে ছাত্র ও জনতা গনহত্যা রক্তের দাগ কি তাহলে শুকিয়ে গেছে জাতি আজ তা জানতে চায়। মোঃ আশরাফুল ইসলাম ভোল্ট পাল্টে জামাত ইসলামী ও বিএনপির নেতাদের সাথে লবিং করে বেড়াচ্ছেন গণপূর্ত অধিদপ্তর জনশ্রুতি শোনা যায়।