আগামীকাল ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করবে খেলাফত মজলিস

সময়: 1:40 pm - April 22, 2025 |

মানব কথা: ভারতের সংসদে সদ্য পাস হওয়া বিতর্কিত ওয়াক্ফ সংশোধনী বিল ২০২৫ বাতিল এবং চলমান মুসলিম নিধন বন্ধের দাবিতে বুধবার ভারতীয় হাইকমিশনের অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিস।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বাদ জোহর এ কর্মসূচি শুরু হবে বলে এক বিবৃতিতে মঙ্গলবার জানান সংগঠনের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
প্রবাসী ভাইকে দেখতে এসে খুন সাবেক ছাত্রলীগ নেতা

বিবৃতিতে তারা বলেন, “ভারতের ওয়াক্ফ সংশোধনী বিল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অস্তিত্বের ওপর সরাসরি আঘাত। এটি মুসলমানদের ধর্মীয় সম্পদ কেড়ে নেওয়ার মাধ্যমে তাদের মৌলিক অধিকার হরণ করার গভীর ষড়যন্ত্রের অংশ।”

নেতৃদ্বয় আরও বলেন, “ভারতে মুসলিমদের ওপর চলমান নিপীড়ন ও বৈষম্য আন্তর্জাতিক বিবেককে উদ্বিগ্ন করছে। বাংলাদেশ খেলাফত মজলিস স্পষ্টভাবে জানিয়ে দিতে চায়—এই অন্যায় আইন ও নির্যাতনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।”

তারা বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান—ভারতের সাম্প্রতিক বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে এবং নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে।

বিবৃতিতে দেশবাসী, আলেম-ওলামা, তৌহিদি জনতা এবং ইসলামী চেতনায় উদ্বুদ্ধ সকল নাগরিককে বুধবারের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে প্রতিবাদকে জোরদার করার আহ্বান জানানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর