কাশ্মীরে হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য প্রস্তুত পাকিস্তান: শাহবাজ শরীফ

সময়: 11:42 am - April 26, 2025 |

মানব কথা: পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ভারত হামলার পেছনে পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ তুললেও, ইসলামাবাদ তা জোরালোভাবে অস্বীকার করেছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, দেশটি যেকোনো নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে অংশ নিতে প্রস্তুত।

শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে পাসিং-আউট প্যারেডে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “পেহেলগামের সাম্প্রতিক ট্র্যাজেডি চিরাচরিত দোষারোপের রাজনীতির আরেকটি দৃষ্টান্ত। এ ধরনের আচরণ বন্ধ হওয়া উচিত।” একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ভারত প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ তুলছে এবং এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে।

কাশ্মির প্রসঙ্গে শাহবাজ শরীফ বলেন, “জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ যথার্থই বলেছিলেন, কাশ্মির পাকিস্তানের শিরা। এই আন্তর্জাতিক স্বীকৃত বিরোধটি জাতিসংঘের একাধিক প্রস্তাব সত্ত্বেও এখনো অমীমাংসিত রয়ে গেছে। পাকিস্তান কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে।”

সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “৯০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অসংখ্য। অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৬০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, তবুও আমরা সন্ত্রাসবাদ মোকাবেলায় পিছপা হইনি।”

অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা চাই না যুদ্ধের সুর বেজে উঠুক। এমন পরিণতি শুধু ভারত-পাকিস্তান নয়, পুরো উপমহাদেশের জন্য ভয়াবহ হতে পারে।” তিনি হামলার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২২ এপ্রিল পেহেলগামে ভয়াবহ এক হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। ভারত এই হামলাকে ২০০০ সালের পর অঞ্চলে সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ হিসেবে উল্লেখ করেছে এবং দাবি করেছে, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এই হামলার দায় স্বীকার করেছে।

এই ঘটনার পর থেকেই উভয় পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ দেখা যাচ্ছে। ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, অন্যদিকে পাকিস্তান সিমলা চুক্তি বাতিলের ইঙ্গিত দিয়ে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর