চাটখিল মোহাম্মদপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সময়: 1:23 pm - September 3, 2024 |

মানব কথা: আনিছ আহম্মদ হানিফ,চাটখিল প্রতিনিধি,নোয়াখালীর চাটখিল মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান জনাব আবু ছায়েদ চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাছুম চৌধুরীর অর্থায়নে ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে বান ভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ইউনিয়নের শোল্লা চৌধুরী বাড়িতে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাউল, তৈল, আলু, পেঁয়াজ, লবন, ওর স্যালাইন, নাপা ট্যাবলেট।

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু ছায়েদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবদলের নেতা মাছুম চৌধুরী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বপন, নেতা লিটন, জেলা ছাত্রদলের সহ যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাছান সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাছুম চৌধুরী বলেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোহাম্মদপুর ইউনিয়নের বানভাসি মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করছি। তাই সকল বিত্তবানদের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।
বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সাহায্য করায় দেশ বিদেশে অবস্থানরত সকল ভাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদীদল সব সময় অসহায় নির্যাতন নিপীড়িত সকল মানুষের পাশে ছিল আগামীতে থাকবে । তিনি আরো বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে পাশে দাঁড়ানোর জন্য সমাজের প্রভাবশালীদের প্রতি আহ্বান জানান।

সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বলেন আমি অতীতে আপনাদের ভোটে বারবার নির্বাচিত হয়েছি, সব সময় আপনাদের পাশে ছিলাম। মোহাম্মদপুর ইউনিয়নের প্রতিটা গ্রামে পাড়া মহল্লায় আমি যে উন্নয়নমূলক কর্মকান্ড করেছি। আপনারা দেখেছেন প্রত্যেকটা রাস্তাঘাট ব্রিজ কালভার মসজিদ মাদ্রাসার স্কুলের উন্নয়নের সহায়তা করেছি। ইনশাল্লাহ বিএনপি সব সময় এ দেশের খেটে খাওয়া মানুষের পাশে ছিল আগামীকাতে থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর