চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড
আনিছ আহম্মদ হানিফ,চাটখিল উপজেলা: প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং এর লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বুধবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজারে দোকানে পূণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি, নির্ধারিত মূল্যের বাড়তি দামে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ০৭ জন ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এক্সেটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন গত কয়েকদিন ধরে মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজারের উত্তর পাশে খালে পানি নিষ্কাশনের জন্য সকল বাধ কাটায় হয়েছে। তিনি আরো বলেন জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে শিক্ষার্থীবৃন্দ এবং সেনাবাহিনীর সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।