তেহরানে তীব্র ও জোরালো হামলার নির্দেশ ইসরায়েলের

সময়: 10:53 am - June 24, 2025 |

মানব কথা: ইরান থেকে ছোড়া দুটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। এরপরই ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে তেহরানের শাসনব্যবস্থার লক্ষ্যবস্তুতে তীব্র ও জোরালো হামলার নির্দেশ দেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে সক্ষম হয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, এবং জনগণ আশ্রয় থেকে বের হতে পারে।

ঘটনার পর ইসরায়েলের ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিক হিব্রু ভাষায় এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, ‘‘তেহরান কেঁপে উঠবে।’’

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তারা কোনো ক্ষেপণাস্ত্র ছোঁড়েনি।

Share Now

এই বিভাগের আরও খবর