ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৪১৬ জন, মৃত্যু ১

সময়: 1:39 pm - July 2, 2025 |

মানব কথা: দেশে এক দিনের ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একজন মারা গেছেন। এর আগের দিন (মঙ্গলবার) হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩৮৬ জন এবং মৃত্যু হয়েছিল একজনেরই।

বুধবার (১ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বাধিক আক্রান্তের হার বরিশাল জেলায়—সেখানে নতুন করে ১৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরে ৯৪ জন, ঢাকার বাইরের জেলাগুলোতে ৫৫ জন, রাজশাহীতে ৫১ জন, চট্টগ্রামে ২৩ জন, খুলনায় ১৮ জন এবং ময়মনসিংহে ১০ জন নতুন করে ভর্তি হয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৮ জন।

গত বছরের তুলনায় এ সংখ্যা এখনো কম থাকলেও পরিস্থিতি অবনতির আশঙ্কা থেকেই যাচ্ছে। ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালের পূর্ববর্তী বছরেও (১ জানুয়ারি–৩১ ডিসেম্বর) আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং প্রাণ হারান ৫৭৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এবং মশা নিয়ন্ত্রণে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

Share Now

এই বিভাগের আরও খবর