লালমনিরহাটে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২৩

মানব কথা: লালমনিরহাটের পাটগ্রামে বুধবার রাত ১২টার দিকে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দু’জন কর্মীকে আটক ও মোবাইল কোর্টে সাজা দেওয়ার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়, যাতে পুলিশসহ অন্তত ২৩ জন আহত হন। সংঘর্ষের সময় থানা ভবনের কিছু অংশ ভাঙচুর ও পুলিশের সরঞ্জামাদি নষ্ট করার অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার অ-বাজার এলাকা থেকে বেলাল ও সোহেল নামে বিএনপির দু’জন কর্মীকে আটক করা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস তাৎক্ষণিকভাবে তাদের এক মাসের কারাদণ্ড দেন। বিষয়টি জানাজানি হলে রাতেই বিএনপি কর্মীরা থানা ঘেরাও করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।
বিএনপি অভিযোগ করেছে, পুলিশ অন্যায়ভাবে দলের কর্মীদের গ্রেফতার করে সাজা দিয়েছে এবং প্রতিবাদ করায় নির্যাতন চালিয়েছে। অপরদিকে পুলিশ জানিয়েছে, থানা ভাঙচুর ও হামলার ঘটনায় কয়েকজন নেতাকর্মীকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে এলাকা পরিদর্শন করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।