জামালপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

সময়: 1:54 pm - July 3, 2025 |

মানব কথা: জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী লাভলী বেগম (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পর স্থানীয়রা ঘাতক স্বামী ওয়াহেদ আলী কবিরাজকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুলাই) দুপুরে বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়ায় নিজ বাসায় দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে লাভলী বেগমকে ছুরি দিয়ে আঘাত করেন তার স্বামী। চিৎকার শুনে ছেলে, ছেলের বউ ও আশপাশের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বুধবার ভোররাত ৪টার দিকে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত স্বামী ওয়াহেদ আলী কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের মধ্যে ঘটনায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

Share Now

এই বিভাগের আরও খবর