সোনাইমুড়ীকে সংসদীয় আসন ঘোষণার দাবিতে জামায়াত ইসলামীর মানববন্ধন

সাজিদ রুবেল:নোয়াখালীর সোনাইমুড়ীকে সংসদীয় আসন ঘোষণার দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী উদ্দেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন পেশার প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
শুক্রবার বিকালে সোনাইমুড়ী বাইপাস সড়কে উপজেলা দশটি ইউনিয়ন ও সোনাইমুড়ী পৌরসভা নিয়ে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণার দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা,উপজেলা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াত নেতা দেলোয়ার হোসেন, নোয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা হিফজুর রহমান,ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম,সাবেক বাস চেয়ারম্যান ও ছাত্রনেতা সাহাব উদ্দিন,শিক্ষক নেতা মাইনুদ্দিন, অধ্যাপক জিয়াউল হক জুয়েল,জামায়াতের পৌর আমির আব্দুল মতিন, সাংবাদিক নেতা শামছুল আরফিন জাফর, এডভোকেট শাহজালাল, সাংবাদিক নেতা বেলাল হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ জুনায়েদ আহমেদ।
সোনাইমুড়ী বাইপাস চত্বরে দুই ঘন্টা ব্যাপী
মানববন্ধনে বক্তাগণ এ উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণার দাবি করেন। আমাদেরকে নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে কিন্তু আর তা হতে দেব ন। দাবী মানা না হলে নোয়াখালীর প্রবেশদ্বার বন্ধসহ বিভিন্ন কর্মসূচি করা হবে বলে জানান বক্তারা। পরে বাইপাস থেকে একটি মিছিল সোনাইমুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়।