শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে ফিরছে এপিবিএন

সময়: 1:47 pm - September 19, 2025 |

মানব কথা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর নিরাপত্তার দায়িত্ব আবারও ফিরেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অন্যদিকে দায়িত্ব শেষ করে নিজ নিজ বাহিনীতে ফিরে যাবেন বিমানবাহিনীর সদস্যরা।

জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এপিবিএন আবারও বিমানবন্দরের ভেতরের নিরাপত্তার দায়িত্ব নেবে। একই সঙ্গে বিমানবাহিনীর সদস্যরা দায়িত্ব শেষ হওয়ার পর নিজ নিজ ইউনিটে ফিরে যাবেন।

ঐকমত্যের মাধ্যমেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে: বদিউল আলম মজুমদার

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একক নিয়ন্ত্রণে চলবে। এপিবিএন দ্রুত টার্মিনাল ভবনের ভেতরে দায়িত্ব গ্রহণ করবে, বিমানবাহিনীর টাস্কফোর্স দায়িত্ব শেষে ফিরবে, সব বিমানবন্দরে প্রতি সপ্তাহে নিরাপত্তা সভা হবে এবং বেবিচকের কাঠামোগত সংস্কারের সুপারিশ করা হবে।

২০২৪ সালের আগস্টে ‘আনসার বিদ্রোহে’ এক রাতে প্রায় হাজার আনসার সদস্য দায়িত্ব ছেড়ে চলে গেলে সেখানে অস্থায়ীভাবে বিমানবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। একই সময়ে এপিবিএনকেও টার্মিনালের ভেতরের দায়িত্ব পালন থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশের আইজিপি বাহারুল আলম, প্রধান উপদেষ্টার দপ্তরের সচিব এম সাইফুল্লাহ পান্না, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেবিচক সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবালসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে লুৎফে সিদ্দিকী বলেন, সরকারি সংস্থাগুলো একই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে। আমাদের কথাবার্তা ও কাজে পেশাদারিত্ব বজায় রাখতে হবে এবং পারস্পরিক সম্মান রক্ষা করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর