চাটখিলে হাইস্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে বিএনপি সমর্থিত পুণ্য প্যানেলের বিজয়

সময়: 1:09 pm - October 28, 2025 |

আনিছ আহম্মদ হানিফ, নোয়াখালী: জেলার চাটখিল উপজেলার হাট পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের অভিভাবক সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।

মোট ২৯০ জন ভোটারের মধ্যে ২৫৪ জন ভোট প্রদান করেন। নির্বাচনে বিএনপি সমর্থিত পুণ্য প্যানেল বিপুল ভোটে বিজয় অর্জন করে। নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন—গোলাম সরওয়ার, ওমর ফারুক, হানিফ মাস্টার, আব্দুর রহমান এবং মহিলা সদস্য লাখি বেগম।

বিজয়ী সদস্যরা বলেন, দীর্ঘ ৩৪ বছর পর আওয়ামী লীগের দখল থেকে হাট পুকুরিয়া উচ্চ বিদ্যালয় মুক্ত হয়েছে। এ জন্য তাঁরা মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন।

নির্বাচন ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। প্রার্থীদের সমর্থনে স্লোগানে মুখরিত ছিল ভোটকেন্দ্রের চারপাশ। দূর-দূরান্ত থেকে বহু মানুষ নির্বাচনী উৎসব দেখতে ভিড় করেন।

সাধারণ ভোটাররা বলেন, “দীর্ঘ ২৫ বছর আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। আজ হাট পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে আমরা নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি।”

তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান—“আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব”—এই অধিকার যেন আগামীর জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিত করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর