টেকনাফে আহত হুজাইফা এখনও শঙ্কামুক্ত নন

সময়: 8:54 am - January 12, 2026 |

মিয়ানমার সীমান্তের কাছে গুলিবিদ্ধ টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থার উন্নতি হয়নি, এখনো সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. হারুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, অপারেশন করা হলেও তার মাথা থেকে গুলিটি বের করা যায়নি। ব্রেইনের ভেতরে হওয়ায় সেটা রিমুভ করা যায়নি।
নির্বাচন ঘিরে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপের নির্দেশ ইসির

হুজাইফা কক্সবাজারের সীমান্ত লাগোয়া উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। রোববার সকালে দাদার সঙ্গে নাস্তা আনতে গিয়ে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে আহত হয় সে। টেকনাফ থেকে বিকালে তাকে চট্টগ্রামে নিয়ে আসেন তার চাচা শওকত আলী। রাতে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকরা মেয়েটির মাথায় অস্ত্রোপচার করেন।

এখনো মেয়েটির অব্সস্থা সংকটাপন্ন জানিয়ে ডা. হারুনুর রশীদ বলেন, সে এখনো লাইফ সাপোর্টে রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর