কুলকাঠিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
এম কে কামরুল ইসলাম:সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় ঝালকাঠির কুলকাঠিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে কুলকাঠি ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে স্থানীয় সর্বস্তরের জনগণের ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুলকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোস্তাফিজুর রহমান মন্টু।
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিসুর রহমান হেলাল খান। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল আলম মান্না। সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা।
বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর আপসহীন ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, দেশনেত্রীর আদর্শকে ধারণ করেই আগামী দিনের পথ চলতে হবে।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।














