রাজস্থানে প্রবল বৃষ্টিপাতে অন্তত ২০ জন নিহত
মানব কথা: রাজস্থানে প্রবল বৃষ্টিপাতে অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া আরো একাধিক ব্যক্তি আহত হয়েছে। এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন সরকারি-বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা করেছে।
সোমবার (১২ আগস্ট) ভারতীয় গণমাধ্যম আজকালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একটানা ভারি বৃষ্টিতে আগেই একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জলে ডুবে ক্রমেই বাড়ছে নিহতের সংখ্যা। গত শনিবার থেকে রোববার পর্যন্ত একনাগাড়ে ভারি বৃষ্টিপাতের জেরে রাজস্থানে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত আরো একাধিক।
সোমবার রাজস্থানের একাধিক শহরে বন্ধ স্কুল ঘোষণা করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত জয়পুর, দউসা, সাওয়াই মাধোপুর, কারৌলি। জলমগ্ন রাস্তায় মুহুর্মুহু দুর্ঘটনা ঘটছে। আজ এই জেলাগুলোর সরকারি, বেসরকারি স্কুল বন্ধ রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ রাজস্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। জারি রয়েছে লাল সতর্কতা।
প্রশাসন সূত্রে খবর, শনিবার জয়পুরের কানোটা ড্যামে পাঁচজন ডুবে গিয়েছিলেন। রোববার রাত পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি। আজকেও তল্লাশি চালানো হবে। গোটা রাজ্যে গত এক সপ্তাহে মৃতদের মধ্যে সকলেই জলে ডুবে গিয়েছিলেন। সবচেয়ে বেশি ভরতপুর জেলায় প্রাণহানি ঘটেছে।
সূত্র : আজকাল