কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

সময়: 8:06 am - October 5, 2024 |

কক্সবাজার প্রতিনিধি:চকরিয়া রেললাইনে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয়হীন (৬০) বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শিরা জানান, কক্সবাজার-চট্টগ্রাম রেললাইন চকরিয়া স্টেশনের পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ট্রেনের সাথে ধাক্কা লেগে এ বৃদ্ধ পড়ে গেলে ঘটনা স্থলে নিহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় এলাকাবাসীর ভাষ্যমতে নিহত বৃদ্ধ লোকটি বাকপ্রতিবন্ধী। আশপাশের এলাকা থেকে ভিক্ষা করে রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই সময় পশ্চিম সিকদার পাড়া এলাকায় রেললাইনের পাশ দিয়ে যাওয়ার পথে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় মাটিতে ছিটকে পড়লে ঘটনাস্থলে তিনি মারা যান। এখানও তার পরিচয় নিশ্চিত করা যায়নি বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর